ডেস্ক রিপোর্ট ।।
ঢালিউডের খ্যাতিমান অভিনেতা আলেকজান্ডার বো নামে পরিচিত, সম্প্রতি তার প্রথম ওমরাহ সম্পন্ন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই খবরটি জানান। সেখানে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমি আমার প্রথম ওমরাহ সম্পন্ন করেছি। আমার জন্য দোয়া করবেন।” পোস্টে কাবা শরিফের সামনে তার ছবি ও ভিডিও শেয়ার করা হয়, যা ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
আলেকজান্ডার বোর আসল নাম নজরুল ইসলাম স্বপন। চলচ্চিত্র জগতে আলেকজান্ডার বো নামে খ্যাত। ১৯৯৫ সালে লম্পট ছবির মাধ্যমে অভিষেকের পর তিনি ম্যাডাম ফুলি, গণধোলাই, আজকের দাপটসহ ১৩৫টিরও বেশি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

পবিত্র কাবা প্রাঙ্গণে আলেকজান্ডার বো
অভিনয়ের পাশাপাশি আলেকজান্ডার বো একজন সফল কারাতে চ্যাম্পিয়ন। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জাতীয় কারাতে প্রতিযোগিতায় টানা ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। ১৯৯৭ সালে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ জয় এবং ১৯৯৮ সালে ইউরোপিয়ান কারাতে প্রতিযোগিতায় রানারআপ হন।
ধর্মীয় অনুভূতির এ অভিজ্ঞতা আলেকজান্ডার বো-এর ভক্তদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার পোস্টে অসংখ্য অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন।