শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

মুক্তি পেয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, নায়িকার সঙ্গে কারও যোগাযোগ নেই

২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন সালওয়া।

by ঢাকাবার্তা
নিশাত নাওয়ার সালওয়া

বিনোদন ডেস্ক ।।

চার বছর আগে শুটিং শেষ করে ২০২১ সালেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। নানা বিতর্ক ও জটিলতা পেরিয়ে অবশেষে গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে। ছবিতে অভিনয় করেছেন আদর আজাদ, মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব, আলী রাজসহ আরও অনেকে।

তবে আশ্চর্যের বিষয়, ছবির নায়িকা নিশাত নাওয়ার সালওয়া এই মুক্তির প্রচারণায় কোথাও নেই। পরিচালক নিজেও জানেন না তিনি এখন কোথায় আছেন। মোস্তাফিজুর রহমান মানিক বলেন, “নায়িকার সঙ্গে আমাদের কারও কোনো যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন, সে বিষয়ে কিছুই জানি না। যেখানে কথাই হচ্ছে না, সেখানে প্রচারণায় তাঁকে পাওয়া তো সম্ভবই নয়।”

নিশাত নাওয়ার সালওয়া

নিশাত নাওয়ার সালওয়া

২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন সালওয়া। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন এবং ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দিয়েই সিনেমায় নাম লেখান। ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে এবং শেষ হয় ২০২০ সালে। মুক্তির জন্য একাধিকবার দিনক্ষণ ঠিক করা হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। এরই মধ্যে মুক্তি পায় সালওয়ার আরও দুটি ছবি—‘বুবুজান’ ও ‘বীরত্ব’।

তাঁর জীবনে বড় সুযোগ আসে বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর হাতে। কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ ছবিতে নায়িকা হন সালওয়া। কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছিলেন, “কবরী ম্যামের হাতে ধরে শেখাটা ছিল জীবনের বড় প্রাপ্তি। অল্প সময়ের ক্যারিয়ারে এমন সুযোগ পাওয়া আমার জন্য ভাগ্যের বিষয়।” তবে ছবিটির শুটিং শেষ হলেও এখনো মুক্তি পায়নি।

নিশাত নাওয়ার সালওয়া

নিশাত নাওয়ার সালওয়া

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দিয়ে সালওয়ার সিনেমা যাত্রার সূচনা হওয়ার কথা থাকলেও নানা কারণে সেই ছবিই সবশেষে মুক্তি পেল। অথচ মুক্তির এই সময়ে তিনি একেবারেই আড়ালে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রোফাইলে ছবিসংশ্লিষ্ট কোনো পোস্ট নেই। দর্শকদের কৌতূহল—নায়িকা কোথায়? কেনই বা তিনি অনুপস্থিত?

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net