বিনোদন ডেস্ক ।।
আজ জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন। আশির দশকে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া এই তারকা ১৫ বছর বয়সে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন ৮০টির বেশি সিনেমায়, পেয়েছেন দর্শকপ্রিয়তা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
পূর্ণিমার অভিনয়জীবনের মোড় ঘোরানো মুহূর্ত আসে ‘মনের মাঝে তুমি’ সিনেমার মাধ্যমে, যা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয় এবং বক্স অফিসে সুপারহিট হয়। এরপর একে একে ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘শুভা’, ‘শাস্তি’, ‘মেঘের পরে মেঘ’, ‘সন্তান যখন শত্রু’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও পোক্ত করেন। এসব সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন রিয়াজ, শাকিব খান, মান্না, ফেরদৌস, আরিফিন শুভসহ দেশের প্রথম সারির নায়করা।
পূর্ণিমা শুধু বাণিজ্যিক সিনেমাই করেননি, অভিনয় করেছেন সাহিত্যনির্ভর ও মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতেও। ‘সুভা’ চরিত্রে তাঁর অভিনয় ছিল ব্যতিক্রমী, যা প্রশংসিত হয় সর্বমহলে। পাশাপাশি রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মেঘের পরে মেঘ’-এও তাঁকে দেখা গেছে বিশেষ চরিত্রে। অভিনয়ের পাশাপাশি তিনি উপস্থাপনায়ও জনপ্রিয়তা পান এবং নাটকে অভিনয় শুরু করেন, যার মধ্যে ‘লাল নীল বেগুনী’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
চলচ্চিত্রে কম সক্রিয় হয়ে সাম্প্রতিক সময়ে পূর্ণিমা অভিনয় করেছেন ‘আহারে জীবন’ সিনেমায়, যা তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। তাঁর অভিনীত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা দুটি এখনো মুক্তির অপেক্ষায়। ব্যক্তিগত জীবনে তিনি ২০২২ সালে আশফাকুর রহমানকে বিয়ে করেন। এর আগে ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন।
পূর্ণিমা জানিয়েছেন, এবারের জন্মদিনে তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখেননি। তবে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন।




